ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলিবাবা’র বিরুদ্ধে ভারতের তথ্য চুরির অভিযোগ

ভারতের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তথা ভারতীয়দের স্পর্শকাতর নথিপত্র চীনে পাচার করছে বহুজাতিক সংস্থা আলিবাবা, অভিযোগ ভারতীয় গোয়েন্দাদের। আলিবাবার অন্তত ৭২টি সার্ভারের মাধ্যমে তা করা হচ্ছে বলে দাবি করছে গোয়েন্দারা।

গতকাল মঙ্গলবার ভারতীয় গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, মূলত ফ্রি ট্রায়ালের লোভনীয় অফারেই দেশের বিভিন্ন বাণিজ্যক সংস্থার কাছে ‘ফাঁদ’ পাঁতছে আলিবাবা।
আলিবাবার ওই সার্ভারে ইউরোপীয় সার্ভারের তুলনায় ভারতে তথ্যাদি জমা রাখার খরচ তুলনামূলকভাবে কম। সেজন্য সেই ফাঁদে পা দিচ্ছে ভারতীয় সংস্থাগুলি। তারপর ট্রায়ালের সময়সীমা শেষ হলে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য রাখার জন্য সেই সার্ভারগুলিকেই বেছে নিচ্ছেন দেশীয় সংস্থা কর্তৃপক্ষ।

চীনা কর্তৃপক্ষের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসাবেই ভারতীয়দের গুরুত্বপূর্ণ তথ্যাদি চীনের রিমোট সার্ভারে সরিয়ে ফেলা হচ্ছে। ফলে বহু ভারতীয়ের গোপন তথ্য চীনে পাচার হয়ে গেছে বলে অভিযোগ গোয়েন্দাদের।

তবে এ বিষয়ে এখনও কিছু বলেনি আলিবাবা কর্তৃপক্ষ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন