ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ সময় পর চালু হচ্ছে পবিত্র ওমরাহ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো পবিত্র ওমরাহ। অবশেষে তা সীমিত পর্যায়ে চালু হচ্ছে। তবে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে প্রথমেই ওমরাহ পালনের অনুমতি পাবেন সৌদি আরবে বসবাসকারীরা। তারপর ধীরে ধীরে সীমিত পরিসরে সুযোগ পাবেন বিদেশিরাও।

জানা যায়, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের সময় বাধ্যতামূলক দাখিল করতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে। তবে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা ও পরিকল্পনা, ওমরাহ শুরুর তারিখ সম্পর্কে হজ ও ওমরাহ মন্ত্রণালয় খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে।

এ ব্যাপারে সৌদি সরকার জানায়, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে তাদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন