ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার দখল করতে ইউটিউব শর্টস আনছে গুগল

ভারত – চীনের মধ্যকার উত্তেজনার কবলে পড়ে জনপ্রিয় অ্যাপস টিক-টক ভারতে তার জনপ্রিয়তা হারিয়েছে। এবার দেশটিতে টিকটকের বাজার দখল করতে ইউটিউব শর্টস আনছে গুগল।

ইউটিউবের জনপ্রিয়তা যে আকাশচুম্বী তা আর বলার অপেক্ষা রাখে না। যেকোনও ধরনের ভিডিও খোঁজ করলেই সন্ধান মেলে এই প্ল্যাটফর্মে। সেখানেই এবার বানানো যাবে ১৫ সেকেন্ডের ছোট ভিডিও। ভারতে এই ফিচারের উদ্বোধন করবে গুগল। ভারতে ইন্টারনেট তথা ইউটিউব ব্যবহারের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এখান থেকে পথ চলা শুরু করবে তারা।

ইউটিউবের থেকে জানানো হয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবার মোবাইলেই শর্ট ভিডিও শুট করে তা আপলোড করে দেওয়া যাবে ইউটিউবে। উঠতি অভিনেতা-অভিনেত্রী কিংবা অন্যান্য প্রতিভা সম্পন্নদের সুযোগ করে  ইউটিউব শর্টস প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন