ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহবান ইমরান খানের

পাকিস্তানে ধর্ষকদের খোঁজা ও প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল সোমবার ইমরান খান বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ধর্ষকদেরকে রাস্তার কোনো মোড়ে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডকে যেমন বিভিন্ন ডিগ্রিতে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ভাগ করা হয়, তেমনি ধর্ষণের বিচারকেও করা উচিত। তিনি মনে করেন, প্রথম ডিগ্রির ধর্ষকদের রাসায়নিক পদার্থ দিয়ে খোঁজা করে পুরোপুরি অক্ষম করে দেওয়া উচিত।

গত সপ্তাহে দেশটির পাঞ্জাবের মহাসড়কে সন্তানদের সামনে এক মাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর থেকে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। গতকাল সোমবার ধর্ষণের সঙ্গে জড়িত থাকা দ্বিতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন