ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়তি সরবরাহ থাকায় কমছে ভারতের ছোলার দাম

চলতি বছরেরে জুলাই মাস জুড়ে ছোলার দাম বাড়তি ছিল ভারতের বাজারে। ওই সময় পণ্যটির দাম অন্তত ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে চলতি মাসে এসে পণ্যটির বাজার পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে ভারতের বাজারে রপ্তানিযোগ্য ছোলার দাম ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। 

খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকারি গুদামগুলোয় বাড়তি মজুদের পাহাড় কমিয়ে আনতে খোলাবাজারে ছোলা বিক্রি করছে। এর জের ধরে সরবরাহ বেড়ে যাওয়ায় ভারতজুড়ে কমতে শুরু করেছে ছোলার দাম।

এনসিডিইএক্সে ১ সেপ্টেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি কুইন্টাল ছোলা ৫ হাজার ৩৮ রুপিতে (ভারতীয় মুদ্রা) বিক্রি হয়েছিল। ১০ সেপ্টেম্বর নাগাদ পণ্যটির দাম কুইন্টালপ্রতি ৪ হাজার ৮০০ রুপিতে নেমে এসেছে। ২৮ জুলাইয়ের পর এটাই ছোলার সর্বনিম্ন দাম।

এ বিষয়ে মহারাষ্ট্রভিত্তিক কেদিয়া অ্যাডভাইজরির পরিচালক অজয় কেদিয়া বলেন, সরকারি গুদামে ছোলা মজুদ বেড়েছে। এ কারণে সরকারের তরফ থেকে অন্তত তিন লাখ টন ছোলা খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। এর জের ধরে বাজারে চাহিদার তুলনায় ছোলার সরবরাহ রয়েছে বেশি, যা ভারতে পণ্যটির দরপতনে প্রভাবক হিসেবে কাজ করেছে।

তবে আগামী দিনগুলোয় প্রতি কুইন্টাল ছোলার দাম ৪ হাজার ৭০০ থেকে ৫ হাজার ১০০ রুপির মধ্যে অবস্থান করতে পারে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন