গতকাল কিছুটা পতনের মধ্যে দিয়ে গেলেও আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কিছুটা উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ বছর পর ৫ হাজার ১০০ পয়েন্টে অবস্থান নিয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০.৫৪ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি দীর্ঘ ১ বছর বা ১২ মাস ১৬ দিন বা ২১৫ কার্যদিবস পর ৫ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করেছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.১৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৫.৩৩ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭০.৫৬, ১৭৬১.৩৩ ও ১০৩৩.২৬ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকার।
আনন্দবাজার/ইউএসএস