ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রি সংগীত একাডেমি করতে চান সাইফ শুভ

ছোট বেলায় বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী এন্ডু কিশোর এর গাওয়া ‘আমার সারা দেহ খেওগো মাটি’, ‘ভালো আছি ভালো থেকো’ সেই থেকেই শুরু। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে চার বছর মেয়াদি সংগীত শিক্ষা গ্রহণ করেন সাইফ শুভ। তারপর ওস্তাদ সুশান্ত দেব কানুর কাছে ক্লাসিক্যালও। ওস্তাদ জয়ন্ত ঘোষ এর কাছ থেকে বাংলা ফোক গানের তালিম নিয়ে এভাবেই গানের পথটা শুরু বর্তমান সময়ের তরুন প্রতিভাবান এই কন্ঠশিল্পীর।

“স্বপ্নকথা” শিরোনামে রিংগার এর ব্যানারে প্রথম গান প্রকাশ পায় ২০১২ সালে “পদ্ম পাতার জল” নামের একটি মিক্সড অ্যালবামে। একে একে জি-সিরিজের ব্যানারে থেকে “ভালোবাসার দিন” লেজার ভিশন থেকে “হৃদয়ের ভাষা” শিরোনামে সাতটি গান সম্বলিত একটি একক অ্যালবামের কাজ করেন। সাম্প্রতি এবছর ভালোবাসা দিবস উপলক্ষে আমি ভালো নেই এবং নষ্ট মানুষ শিরোনামের দুটি গানে শ্রোতা প্রিয়তা অর্জন করেন। গান দুটি প্রকাশিত হয় স্টুডিও জয়া’র ব্যানার থেকে।

এছাড়াও তিনি সেই সাথে কাজ করে যাচ্ছেন নিয়মিত স্টুডিও জয়া সঙ্গে। এবার জানালেন সংগীত নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, সঙ্গীত ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার একটি ফ্রী সংগীত একাডেমী করার ইচ্ছে রয়েছে। আমরা জানি সংগীত গুরুমুখী বিদ্যা। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসম্ভব রকমের ট্যালেন্টপুল ছেলে মেয়ে রয়েছে। এদের একাংশ দেশের বিভিন্ন বড় বড় সঙ্গীত শিক্ষালয়ে সঙ্গীতের তালিম নিচ্ছে, আবার এক অংশ রয়েছে প্রতিভা থাকা সত্ত্বেও যারা শুধুমাত্র পয়সার অভাবে শুদ্ধভাবে সংগীতের শিক্ষা নিতে পারছে না।

তিনি আরও জানান, আমার টার্গেট মূলত তারা যারা পয়সার অভাবে সঙ্গীত শিখতে পারছে না। সংগীত একাডেমীতে প্রাথমিক সঙ্গীত শিক্ষা একদম বিনামূল্যে দেয়া হবে। আর্থিক সংকটাপন্ন পরিবারের ছেলেমেয়েরা এখানে বিনামূল্যে সঙ্গীত চর্চা করতে পারবে এবং শুদ্ধ সংগীতের তালিম নিতে পারবে। আমি চাই শুদ্ধ ধরার বাংলা গান সারা পৃথিবীতে ছড়িয়ে যাক। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। পরিকল্পনা চলছে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রী সংগীত একাডেমীর কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ।

আনন্দবাজার/শাহী/রিজন

সংবাদটি শেয়ার করুন