করোনাভাইরাসের প্রার্দুভাবে নিম্নমূখী হয়েছে ভারতের ভোজ্যতেল আমদানি। এ ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টে দেশটিতে সয়াবিন তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ১০ শতাংশ কমে গিয়ে ৪ লাখ টনের নিচে নেমে এসেছে।
মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সয়াবিন তেল উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ। তবে অভ্যন্তরীণ চাহিদা বেশি থাকায় ভারতীয় আমদানিকারকরা প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন তেল আমদানি করেন। ভোজ্যতেলটির আমদানিকারকদের তালিকায় ভারতের অবস্থান বিশ্বে প্রথম।
এসইএর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ৩ লাখ ৯৪ হাজার ৭৩৫ টন সয়াবিন তেল আমদানি করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ কম।
আনন্দবাজার/ইউএসএস