ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গতি ফিরতে শুরু করেছে চীন-মার্কিন কৃষিপণ্যের বাণিজ্যে

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়িয়েছে চীন। চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্যের তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এভাবে কৃষিপণ্যের বাণিজ্য বৃদ্ধির মধ্য দিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের দামামা অনেকটাই কমে আসতে পারে, যা সামগ্রিক বৈশ্বিক বাণিজ্যের জন্য সুখকর হবে।

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ১৬ লাখ ৮ হাজার টন সয়াবিন আমদানি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে চীনের বাজারে ভুট্টা আমদানি হয়েছে মোট ১১ লাখ ৩৭ হাজার টন। সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই যুক্তরাষ্ট্র থেকে চীনে আমদানির করা ভুট্টা ও সয়াবিনের সর্বোচ্চ পরিমাণ।

বাণিজ্যযুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার কৃষিপণ্যের বাণিজ্য কিছুটা শ্লথ হয়ে এসেছিল। একের পর এক বৈঠক হলেও চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনের কার্যকর উদ্যোগের দেখা মিলেনি। তাই সম্ভাব্য খাদ্য সংকট এড়াতে কৃষিপণ্যটির আমদানি বাড়িয়েছে চীন। অন্যদিকে করোনা তুলনামূলক স্বাভাবিক হয়ে আসায় দেশটিতে আগের তুলনায় বেড়েছে পশুখাদ্যের চাহিদাও। মূলত এসব কারণে বাণিজ্য বিরোধের মধ্যেও ভুট্টা ও সয়াবিন আমদানিতে যুক্তরাষ্ট্রের প্রতি ঝুঁকেছেন চীনা আমদানিকারকরা।

এ বিষয়ে ব্রোকার হাউজ স্টোনএক্সের পণ্যবাজার বিষয়ক প্রধান অর্থনীতিবিদ আরলেন সুদারমেন বলেন, এমন এক সময় চীন-মার্কিন কৃষি বাণিজ্য গতি ফিরে পেল যখন ইউএসডিএ এবারের মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা ও সয়াবিন রফতানি কমে আসার কথা বলছিল। এতে একদিকে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের চলমান বাণিজ্য বিরোধ অনেকটাই লাঘব হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যের রফতানি বেড়ে করোনাকালে বাজার পরিস্থিতি আরো চাঙ্গা হয়ে উঠতে পারে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন