শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভুল করলে অজুহাত না দিয়ে মেনে নিতে শেখো

লিগ ওয়ান ক্লাসিকোয় মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। মৌসুমে শুরুর ম্যাচেই লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। প্রতিপক্ষের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের মাথার পেছনে চড় দিয়েছিলেন তিনি। 

ম্যাচ শেষে নেইমার সামাজিক মাধ্যমে লিখেছেন, আলভারো তাকে ‘বানর’ বলেছেন। বাবা-মা তুলে গালি দিয়েছেন। কিন্তু মার্সেইয়ের স্প্যানিশ ফুটবলার নেইমারের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নেইমারের দিকে তোপ দেগে বলেছেন, মিথ্যা না বলতে এবং ভুল করলে অজুহাত না দিয়ে সেটা মেনে নেওয়া শিখতে।

৩০ বছর বয়সী আলভারো টুইটারে লিখেছেন, ‘এখানে বর্ণবাদের কোন জায়গা নেই। ফুটবল খেলতে খেলতে অনেক সতীর্থ এবং বন্ধু হয়েছে। পরিচ্ছন্ন ক্যারিয়ার আমার। আসলে মাঝে মধ্যে আপনাকে হারতে শিখতে হবে এবং মাঠে হারটাকে মেনেও নিতে।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  "শিক্ষার্থীরা শুধুমাত্র চাকুরী না খোঁজে উদ্যোক্তাও হোক"

সংবাদটি শেয়ার করুন