ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

একটি ঘটনা সব এলোমেলো করে দিলো : নওশাবা

‘আমাদের শোবিজে অনেকের ক্যারিয়ারে নেতিবাচক ঘটনা আছে। অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নিষিদ্ধও হয়েছেন। এরপর তারা নিয়মিত কাজ করছেন। তাদের নিয়ে কাজ করা হচ্ছে। শুধু আমি তার বিপরীতমুখী হয়ে গেলাম।’ নিজেকে নিয়ে বলতে গিয়ে এভাবেই অকপটে কথাগুলো বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

নওশাবা বলেন, একটি ঘটনা সব এলোমেলো করে দিলো। সেটি ছিল আমার জন্য এক্সিডেন্ট। এমন এক্সিডেন্ট আমাদের কম বেশি সবার হয়। কিন্ত আমি নিষিদ্ধ নই। তবু আমাকে নিয়ে আগের মতো কাজ করার জন্য নির্মাতারা ভাবেন না। কেন আমার প্রতি তাদের অনাগ্রহ এই প্রশ্নটা নিজেকে প্রতিনিয়ত করি। তবে কারো ওপর আমার রাগ নেই।

লকডাউনের আগে সর্বশেষ জোভানের বিপরীতে একটি নাটকে কাজ করেছিলেন নওশাবা। করোনাকালীন এই সময়ে নিজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, আমি ‘আর্ট ফর টুগেদারনেস’ নামে একটা কন্টেষ্ট নিয়ে কাজ করছি। গেল ১৫ই এপ্রিল থেকে এই প্রতিযোগীতার কাজ শুরু করেছি। কলকাতা থেকেও অনেকে এখানে অংশগ্রহণ করেছে। এছাড়া বাসায় লেখালেখি করছি, সিনেমা দেখছি, গান শুনছি।

নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নওশাবা বলেন, মানুষের একটি দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যায়। আমারও তেমন হয়েছে। আমার ঐ ঘটনার পর নিজেকে ঠিক রাখার জন্য পাপেট শো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর একটা বিষয় হলো আমি জানতাম না আমাকে দিয়ে নির্দেশনাও সম্ভব। আমি পরিচালনা করেছি। অভিনয় নিয়মিত না করলেও শিল্পকর্ম করে যাবো। এছাড়া এখন বেশ কিছু ফটোশুটও করছি।

টিভি নাটকের বাইরে এই অভিনেত্রীকে দেখা গেছে চলচ্চিত্রেও। ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বেশ প্রশংসিত হন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তিনটি চলচ্চিত্র। ছবিগুলো হলো ‘আলগা নোঙর’, ‘৯৯ ম্যানশন’ ও ‘চন্দ্রাবতী কথা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন