ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমন মৌসুমে অ্যাপে সংগ্রহ হবে ১৮ উপজেলার চাল

সরকার পরীক্ষামূলকভাবে আমন মৌসুমে দেশের ১৮ উপজেলায় মিলারদের (চালকল মালিক) কাছ থেকে চাল সংগ্রহ করবে। সম্প্রতি আমন মৌসুমে ১৮ উপজেলায় ‘মিলাদের নিকট হতে চাল সংগ্রহ ব্যবস্থাপনা’ সার্ভিসটি পরীক্ষামূলকভাবে পরিচালনার অনুমোদন দিয়ে সম্প্রতি খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে একটি চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

জানা গেছে, চলতি বছর ১৮টি উপজেলায় অ্যাপের মাধ্যমে সরকারিভাবে বোরো চাল সংগ্রহের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেই অবস্থান থেকে সরে আসে সরকার। পরের মৌসুমে (আমন) পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার সাভার, যশোর সদর, বগুড়া সদর, নওগাঁ সদর, বরিশাল সদর, জামালপুর সদর, গাজীপুর সদর, ফরিদপুর সদর, ময়মনসিংহ সদর, শেরপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা সদর দক্ষিণ, রংপুর সদর, দিনাজপুর সদর, ঝিনাইদহ সদর, হবিগঞ্জ সদর, মৌলভীবাজার সদর ও ভোলা সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।

অনুমোদনের ওই চিঠিতে জানানো হয়, মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ ব্যবস্থাপনার সার্ভিসটির পরীক্ষামূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। তবে চলতি বোরো মৌসুমে ২২টি উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন