খুলনা মহানগরীতে চাল এবং পেঁয়াজের মূল্য বাড়তে শুরু করেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে চালের মূল্য বস্তাপ্রতি(৫০ কেজির বস্তা) বেড়েছে ১০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই টাকা। তাছাড়া প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা করে বেড়েছে।
সরেজমিনে নগরীর বাজারে দেখা গেছে, বড় বাজারে প্রতিকেজি চাল মোটা (স্বর্ণা) ৪০-৪১ টাকা, আটাশ বালাম ৪৪-৪৫ টাকা, মিনিকেট (ভালো মানের) ৫০-৫১ টাকা, মিনিকেট (নিম্ন মানের) ৪৬-৪৮ টাকা, বাসমতি ৫৪-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে খুচরা বাজারে প্রতি কেজি চাল মোটা (স্বর্ণা) ৪২-৪৩ টাকা, আটাশ বালাম ৪৪-৪৮ টাকা, মিনিকেট (ভালো মানের) ৫০-৫২ টাকা, মিনিকেট (নিম্ন মানের) ৪৬-৪৮ টাকা, বাসমতি ৫৫-৬২ টাকা দরে বিক্রি হচ্ছে।
নগরীর বড় বাজার এলাকার পাইকারী ব্যবসায়ীরা জানান, চালের বাজার একটু বাড়তি। ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেশি।
অপরদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, খুচরা বাজারে ৫০ কেজির বস্তায় ১০০ টাকা এবং ২৫ কেজির বস্তায় ৫০ টাকা বাড়তি। এক সপ্তাহ আগেও পেঁয়াজ ২০০ টাকা পাল্লায় (পাঁচ কেজি) বা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এ সপ্তাহে পেঁয়াজের দাম অন্তত দেড়গুণ বেড়ে প্রতি কেজি ৬০-৬৫ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।
তাছাড়া নগরীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৪০ টাকা, শীতকালীন সিম ১০০-১২০ টাকা, বরবটি ৬০ টাকা, উস্তে ৬০ টাকা ও গাঁজর ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/এফআইবি