করোনাভাইরাসের কারণে মাস্ক হয়ে উঠেছে খুবই জরুরি একটা অনুষঙ্গ। মাস্ক এখন জামা-কাপড়ের মতোই নিত্য ব্যবহার্য জিনিস। তবে ব্যবহার করে ফেলে দেয়া মাস্কের কারণে পরিবেশে পড়ে মারাত্বক ঝুঁকি। সে কথা মাথায় রেখে, ফ্রান্সে তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব মাস্ক।
আর আশ্চর্যের বিষয় হলো, এই মাস্ক তৈরি করা হয়েছে এক ধরনের গাঁজা গাছ থেকে। গাঁজা সেবন নিয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনা থাকলেও, গাঁজা গাছ থেকে তৈরি এই মাস্ক নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন প্রস্তুতকারকরা।
মূলত গাঁজার আঁশ দিয়ে এই মাস্কগুলো তৈরি করা হচ্ছে। পরিবেশবান্ধব এ-সব মাস্ক ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। ইউরোপের বিভিন্ন দেশ ও কানাডার ক্রেতারা ইতোমধ্যে এই মাস্ক নিচ্ছেন ব্যবহারের জন্য। এর মূল্য ধরা হয়েছে এক ইউরোর কাছাকাছি।
এ নিয়ে বিস্তারিত জানান এর উদ্যোক্তা ফ্রিদেরিক রাউর। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা পরিবেশের সঙ্গে বৈরিতা করে কখনো টিকতে পারবো না। মাটির সঙ্গে সম্পর্ক মানুষের। এই মাটিতেই যেন মিশে যায় আমাদের ব্যবহার্য পণ্য তা মাথায় রাখতে হবে। মাস্কে প্লাস্টিকের ব্যবহার রয়েছে, কোনো কোনো মাস্কে রয়েছে পলিথিনের ব্যবহার। যা খুবই ক্ষতিকারক। তবে আমাদের মাস্ক মাটিতে মিশে যেতে সক্ষম। তিন থেকে ছয় মাসের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে এটি।
আনন্দবাজার/ডব্লিউ এস