ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবান-আফগান সরকার ঐতিহাসিক বৈঠক শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকার ও তালেবানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনা বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার দোহার একটি হোটেলে জাকজমকভাবে শুরু হয় ত্রিপক্ষীয় এই বৈঠক।

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারপারসন আবদুল্লাহ আবদুল্লাহ, তালেবানের ডেপুটি লিডার মোল্লা আবদুল গনি বারাদার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠকে তিন দেশের প্রতিনিধিত্ব করেন বলে জানিয়েছে আলজাজিরা।

এ আলোচনার উদ্বোধনী বক্তব্যে আবদুল্লাহ বলেন, তারা ন্যায্য, টেকসই ও মর্যাদাপূর্ণ শান্তি প্রত্যাশা কথা জানিয়েছে।

অপরদিকে মোল্লা বারাদার বলেন, আমরা চাই ‘একটি স্বাধীন ও উন্নত দেশ। এটি হতে হবে ইসলামি পদ্ধতির দেশ, যেখানে সব নাগরিক নিজেদের প্রতিফলন দেখতে পাবে।

এদিকে পম্পেও তার বক্তব্যে আফগানিস্তানের উভয় পক্ষকে বলেন, ‘আপনাদের ভবিষ্যত রাজনৈতিক পদ্ধতি আপনাদেরই বেছে নিতে হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন