ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ফ্যালকোনের ২টি তেল শোধনাগারের নিকট থেকে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে মাদুরো এ তথ্য জানান। তিনি বলেন, আমুয়ে ও কার্ডন তেল শোধনাগারের নিকট থেকে তাকে আটক করা হয়। আটক গুপ্তচরের কাছ থেকে অস্ত্র এবং বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে বলে।
মাদুরো বলেন, মার্কিন এই গুপ্তচর ইরাকের সিআইএ ঘাঁটিতে মেরিন হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন। তবে তাকে কিভাবে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।
এদিকে এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।
আনন্দবাজার/এম.কে