ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৫ ডলারে নামতে পারে জ্বালানি তেলের ব্যারেল

অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংকট আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন ঘটাতে পারে বলে সতর্ক করেছে রুশ কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল ২৫ ডলারে নেমে যেতে পারে।

সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে প্রধানত দুটি বিষয় সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্ম দিতে পারে। প্রথমত, করোনা-পরবর্তী বিশ্বের আর্থিক নীতি। দ্বিতীয়ত, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা। দুটো ক্ষেত্রেই করোনা-পরবর্তী বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করবে। যা দীর্ঘমেয়াদে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতনের কারণ হতে পারে। এত করে ২০২১-২০২৩ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল ২৫ ডলারে নেমে আসতে পারে।

করোনার কারণে লকডাউনে স্থবির হয়ে আসে বৈশ্বিক অর্থনীতি ও পরিবহন খাত। এর ফলে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদায় ইতিহাসের সর্বোচ্চ পতন দেখা যায়। চাহিদা কমায় মার্চে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম শূন্য ডলারের নিচে নেমে যায়। তবে দেশে দেশে লকডাউন শিথিল হয়ে অর্থনীতির গতি ফিরতে শুরু করায় জ্বালানি পণ্যটির চাহিদা ও দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। বর্তমানে ৪০ ডলারের ওপরে রয়েছে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

করোনার কারণে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদায় মন্দা ভাব বজায় থাকতে পারে। জ্বালানি তেলের রফতানিকারক দেশগুলোর জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) জানিয়েছে, করোনা মহামারীর কারণে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দাঁড়াতে পারে দৈনিক গড়ে ৯ কোটি ৬ লাখ ৩০ হাজার ব্যারেলে, যা আগের বছরের তুলনায় ৯০ লাখ ৬০ হাজার ব্যারেল বা ৯ দশমিক শূন্য ৯ শতাংশ কম।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন