ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দাবানলে ঘরছাড়া হতে পারে ৫ লাখ মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এখনও বেড়েই চলেছে দাবানল। ইতোমধ্যে সেখানে দাবানলের আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। ফলে প্রাণ বাঁচাতে শুধু ওরেগন অঙ্গরাজ্যেই ৪০ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এভাবে আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে রয়েছে পশ্চিমাঞ্চলের আরও পাঁচ লক্ষাধিক মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে এবারের দাবানলের সবচেয়ে বড় ভুক্তভোগী ওরেগন। ইতোমধ্যেই সেখানকার কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু চলতি সপ্তাহেই অঙ্গারাজ্যটিতে আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অঙ্গরাজ্যটির স্থানীয় গভর্নর কেট ব্রাউন জানান, সেখানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এ অঞ্চলের তিনটি কাউন্টিতে এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।
এছাড়া দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় ঢেকে আছে দেশটির উত্তরাঞ্চলের বিশাল এলাকা। এতে গোটা আকাশ লাল-কমলা বর্ণ ধারণ করে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। তবে দেখতে সুন্দর হলেও এমন আবহাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটনের বেশ কিছু এলাকায় ধোঁয়ার কারণে সৃষ্ট দূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে।

আবহওয়া পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পার্পলএয়ারের তথ্যানুযায়ী, দুই পাশে বিশাল দু’টি অগ্নিকাণ্ডের মাঝে পড়া ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরের বায়ুদূষণ বিশ্বের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহরটির স্কোর দাঁড়িয়েছে ৫৯২ পয়েন্ট।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, গত তিন সপ্তাহে শুধু তার অঙ্গরাজ্যেই ৩ হাজার ৯০০ বাড়ি ও স্থাপনা দাবানলে ধ্বংস হয়ে গেছে। গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই দাবানল নিয়ন্ত্রণে আনতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে ১৭ হাজার দমকলকর্মী।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন