ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সরগরম দেশি মাছের আড়ৎ

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম মানিকগঞ্জের তরা মাছের আড়ৎ। বেশি ভিড় দেশি মাছের আড়ৎগুলোতে। তবে বাজারে আসা অধিকাংশ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। কিন্তু আড়তের সভাপতির দাবি, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা।

দেশি টেংরা, পুঁটি, বাম, শোল, বোয়ালে সরগরম মানিকগঞ্জের সদর উপজেলার তরা মাছের আড়ৎ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় এখানকার পাইকার, জেলে ও আড়তদারদের ব্যস্ততা। সরবরাহ ভাল থাকায় রাজধানীসহ ধামরাই, সাভারের পাইকার ও আড়তদাররা হচ্ছেন লাভবান।

বিক্রেতারা জানান, বাজারে এখন বিভিন্ন আইটেমের মাছ আছে। শৈল, পুঁটি, বোয়াল, টেংরা সব ধরনের মাছ বাজারে উঠে। এই আড়তে আসা এক ক্রেতা জানান, তিনি ঢাকা থেকে মাছ কিনতে এসেছেন। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। তবে, বাজারে মাছের সরবরাহ তুলনামূলক কম আর দাম কিছুটা বেশি।

আড়তে স্বাস্থ্যবিধির বালাই না থাকলেও আড়তের সভাপতির দাবি তা মানা হচ্ছে। এ প্রসঙ্গে মানিকগঞ্জের তরা আড়ৎ সভাপতি ভোলা নাথ বাবু বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষ মাছ কিনতে আসেন। আর আমাদের এখানে স্বাস্থ্যবিধি মেনেই বাজার চলছে।

প্রতিদিন মানিকগঞ্জের তরা আড়তে কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন