নতুন নিয়মে মোংলা বন্দরে কমেছে সময় জট। এখন থেকে ফাইলে সইয়ের জন্য কোনো কর্মকর্তার টেবিলে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয় না। যে কারণে কমেছে বন্দর ব্যবহারকারীদের হয়রানিও।
বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য নতুন এ নিয়ম চালু করেছেন। এ নিয়ম চালুর পর থেকে বন্দরের দাফতরিক কাজকর্মে গতি এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন এ নিয়মে বন্দর ব্যবহারকারীরাও খুশি। বন্দরের ঠিকাদার মো. টনি বলেন, এখন আর কোনো ফাইল কোনো কর্মকর্তার টেবিলে আটকে থাকে না। আমাদের ঘোরাঘুরি বা হয়রানিও হয় না।
বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মো. মাকরূজ্জামান বলেন, ফাইলের অন্য পৃষ্ঠায় তারিখ নাম্বারিং করার প্রথা চালু হয়েছে। নতুন চেয়ারম্যান মহোদয়ের চালু করা নিয়ম মেনে চলার জন্য সব কর্মকর্তা তৎপর হয়েছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস