ইদানীং অনেকেই চুলে রং করে থাকেন। পাকা চুল ঢাকতে বা চুলের সৌন্দর্য বাড়াতে চুলে স্থায়ী রং করেন অনেকেই। কিন্তু এই স্থায়ী রঙ আমাদের শরীরের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। একটি গবেষণা জানিয়েছে, চুলে রঙ করার জন্য ব্যবহৃত ‘হেয়ার ডাই’ স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় জানায়, রং নানান স্বাস্থ্য ঝুঁকি যেমন- স্তন, ডিম্বাশয় ও ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে। ‘দি জার্নাল অব দি বিএমজে’তে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, চুলের রং থেকে ক্যান্সার হওয়ার সম্ভাব্য সম্পর্ক রয়েছে।
চুলের রংয়ের ক্ষতিকারক উপাদানগুলো হলো, অ্যামোনিয়া, পারক্সাইড, পি-ফেনেলিনডাইলিন, ডায়ামিনোবেঞ্জিন, টলুইন-টু, ফাইভ-ডায়ামিন এবং রিজোরসিনোল। যা ত্বক, চোখ ও ফুসফুসের মারাত্মক জ্বালাপোড়ার কারণ হতে পারে। এই রাসায়নিক উপাদানগুলো মাথার ত্বকে ফোস্কা ফেলা, পুড়িয়ে ফেলা, চুল পড়া এমনকি ক্যান্সার হওয়ার কারণ হতে পারে।
তাহলে কি করলে এই ঝুঁকি আপনি কমাতে পারবেন। সেক্ষেত্রে
তবে ঘরে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করে চুল রং করার মাধ্যমে এই ঝুঁকি কমাতে পারেন। তবে সেক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
ঝুঁকি কমাতে যা করবেন :
১.পণ্য ব্যবহারের আগে অবশ্যই ভালো মতো নিয়মাবলী পড়ে নেবেন।
২. বেশি সময় মাথায় ডাই রাখা যাবে না।
৩. ডাই ধুতে ভালোমতো পানি ব্যবহার করতে হবে।
৪. ডাই ব্যবহারের সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে।
৫. কখনই দুই উপাদান একসঙ্গে মেশাবেন না।
আনন্দবাজার/টি এস পি