ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর ভুল সিদ্ধান্তে দাম কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক ভুলে গত সপ্তাহে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেটের পর শেয়ারের দাম সমন্বয় না করায় এ ঘটনা ঘটেছে।

ডিএসইর সাপ্তাহিক হিসাবে গত সপ্তাহজুড়ে প্রগতি লাইফের শেয়ারের দাম কমেছে ২৯ দশমিক ৬২ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৩৮ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ২০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ১৩১ টাকা।

কোম্পানিটির শেয়ারের এই দরপতনের জন্য ডিএসইর ভুল সিদ্ধান্ত দায়ী। সিকিউরিটিজ আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানি বোনাস বা রাইট শেয়ার ইস্যু করলে রেকর্ড ডেটের পরদিন সংশ্লিষ্ট শেয়ার দর সমন্বয় করা হয়। কিন্তু ১:১ অনুপাতে রাইট শেয়ার ঘোষণা করা প্রগতি লাইফের রেকর্ড ডেটের পর শেয়ারের দর সমন্বয় করা হয়নি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন