ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ লাখ টাকা অতিক্রম করলেই সঞ্চয়পত্রে ১০% কর

সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকা অতিক্রম করলেই এখন থেকে দিতে হবে ১০% কর। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের উৎসে কর কর্তনে স্পষ্টীকরণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

সেই অনুযায়ী এখন থেকে আগের বিনিয়োগ ও অর্জিত সুদ একসঙ্গে করলে সেই অঙ্ক যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে বিনিয়োগকারীকে ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। অর্থাৎ নিট মুনাফাসহ মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি হলেই ১০ শতাংশ কর দিতে হবে।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ৫২ ডি অনুযায়ী, সেভিংস ইনভেস্টের মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন করতে হয়। অর্থাৎ মুনাফা পরিশোধের তারিখে বিদ্যমান করহারে উৎসে কর কর্তন করতে হবে। এখানে পরিশোধ বলতে ট্রান্সফার, ক্রেডিট, সমন্বয় অথবা পরিশোধের আদেশ বা নির্দেশ বোঝানো হয়।

সার্কুলারে বলা হয়, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে। মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে গত বছরের ১ জুলাই থেকে পরবর্তী যেকোনো সময় মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ কর কর্তন করতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন