১২ বছর বয়সে হঠাৎ করেই শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে শুরু করে। মাসের পর মাস এই ফোলা ভাব থাকে। বয়স এখন ১৯। এই সাত বছরের মধ্যে ওই ফুলে যাওয়া অংশের চিকিৎসা করাতে গিয়ে ৬৬ বার অপারেশন হয়েছে তার। একবার এমন অবস্থা হয়েছিল যে, তার একটি পা কেটে ফেলার উপক্রম হয়েছিল। ওই তরুণীর নাম শার্লট এভান্স।
ওই তরুণীর ছোটোবেলায় কোনো সমস্যাই ছিল না। নাচতে ভালবাসতেন তিনি। নাচতেন প্রায় প্রতিদিনই। নাচের অনুষ্ঠান করতেন থিয়েটারে। এরপর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
হঠাৎ একদিন নিতম্বে প্রচণ্ড ব্যথা নিয়ে ঘুম ভেঙে যায় তার। নিতম্বে ভেতরের এক জায়গায় বিচির মতো কিছু একটা অনুভব করেন তিনি। ব্যথা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই এক পর্যায়ে টের পান তার সব আঙুল ঠাণ্ডা হয়ে আসছে। চিকিৎসকরা বলেন, তার ‘কম্পার্টমেন্ট সিনড্রোম’ হয়েছে। সাধারণত শরীরে ব্যথা পেলে এটা হয়। কিন্তু এভান্সের কেন এটা হচ্ছে সে ব্যাপারে তারা কোনো কারণ দেখাতে পারেননি।
এ ব্যাপারে শার্লট এভান্স বলেন, এই পর্যায়ে আমার শরীরে প্রথমবার অপারেশন করা হয়। তারা আমার মাংসপেশিতে কেটে ফুটো করে। এবং কয়েকদিন ধরে সেই ফুটো খুলে রাখা হয়। এরপর চাপ কমে গেল সেই কাটা জায়গা জুড়ে দেয়া হয়। ওই অপারেশনের পর থেকে আমার সমস্যাও বাড়তে থাকে।
আনন্দবাজার/টি এস পি