ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধীরগতিতে চলছে পুঁজিবাজারের লেনদেন

ধীরগতিতে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজ বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে আজ লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে রয়েছে যথাক্রমে ১১৪৯ ও ১৭৩৯ পয়েন্টে।

এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কম্পানির শেয়ার।

এদিকে লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩৪ পয়েন্টে অবস্থান করছে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এই সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কম্পানির শেয়ার দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন