ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী জেফ বেজোস

যুক্তরাষ্ট্রের ধনীদের তালিকায় টানা তৃতীয়বারের মতো শীর্ষ ধনী হয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। গতকাল (মঙ্গলবার) ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনীর নতুন তালিকার শীর্ষে আছেন বেজোস। এ বছরের আগস্ট মাসে তার সম্পত্তি বেড়ে ২০০ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়েছে।

কোভিড-১৯ কারণে এবছর এ তালিকা থেকে পিছিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় ট্রাম্পের অবস্থান ৩৩৯তম। ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ মিলিয়ন ডলার হ্রাস পেয়ে তা ৩ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে কমে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় অ্যামাজন সিইও’র কাছাকাছি আছেন ইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী বিল গেটসের সম্পত্তির পরিমাণ ১১৬ দশমিক ১ বিলিয়ন ডলার।

এদিকে এ বছর ফোর্বসের প্রকাশিত তালিকায় জায়গা করে নিয়েছেন ১৮ নতুন ধনী মার্কিনি। এদের মধ্যে আছেন জুম ভিডিও কমিউনিকেশনের সিইও এরিক ইউয়ানও।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন