পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে একটি খনিতে পাথর ধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে। গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে খাইবারের মোহমান্দ জেলায় শ্বেতপাথরের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান তারিক হাবিব বলেন, দুর্ঘটনার সময় অন্তত ৪০ থেকে ৫০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। এসময় তাদের ওপর বিশাল এক পাথরখণ্ড ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, সাধারণত এসব খনিতে অনেক শ্রমিক কাজ করে থাকে। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার আগে বেশিরভাগ শ্রমিক কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিলেন।
এদিকে প্রাদেশিক খনিজ ও খনিজ উন্নয়ন মন্ত্রী মুহাম্মদ আরিফ জানান, এ দুর্ঘটনায় ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে

