ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে হিলিতে আমদানিকারকদের সাথে বৈঠক

কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের সাথে বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও টিসিবি। এসময় টিসিবিকে পেঁয়াজ সরবরাহের বিষয়েও আলোচনা আমদানিকারক এবং টিসিবি।

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক প্রতিনিধিরা। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকদের কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম না বাড়ানোর আহবান জানান ও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনার কথা জানান।

টিসিবি জানায়, হিলি স্থলবন্দর থেকে ৪০০ টন পেঁয়াজ কিনবে টিসিবি। আগামী ১২ সেপ্টেম্বর সেই দরপত্র অনুষ্ঠিত হবে তাতে আমদানিকারকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, টিসিবির রংপুর-ময়মনসিংহ রিজিওনাল অফিসের ডেপুটি ডিরেক্টর শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা, আমদানিকারক বাবলুর রহমান, মোবারক হোসেন, শহিদ উদ্দিনসহ অনেকে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন