ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কাঁচামরিচ কেজিতে ৩৫ টাকা কমেছে

নভেল করোনাভাইরাসের প্রার্দুভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। রাজধানীর কাঁচাবাজারগুলোতে কাঁচামরিচের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছিল। এদিকে টানা কয়েকদিন বাড়তি থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমে এল ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের দাম।

পাইকারি বাজারে গতকাল একদিনে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ৩৫ টাকা কমেছে। একই সঙ্গে এদিন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা।

গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ ট্রাকসেলে মানভেদে ৯০-১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। একদিন আগেও আমদানি করা এসব কাঁচামরিচ মানভেদে ১২৫-১৩০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে সর্বোচ্চ ৩৫ টাকা কমেছে।

হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্যানুযায়ী, গতকাল একদিনে ভারত থেকে এ স্থলবন্দর দিয়ে ৩৫টি ট্রাকে (মিনি পিকআপ ও বড় ট্রাক মিলিয়ে) ২৫০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। হিলি ছাড়াও দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও কাঁচামরিচ আমদানি হচ্ছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন