ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি হত্যার অভিযোগে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার দেশটির একটি আদালত ওই হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির এর প্রতিবেদনে বলা হয়, খাসোগি হত্যাকাণ্ডে পাঁচজনের বিরুদ্ধে ২০ বছর করে কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। এবং আরও তিনজনকে সাত থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় ৮ জন দোষী সাব্যস্ত হয়েছিল। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড এবং তিনজনকে ২৪ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এবারের রায়কে চূড়ান্ত রায় বলে উল্লেখ করেছে সৌদি প্রসিকিউশন।
আনন্দবাজার/টি এস পি