চিকিৎসা ও শিল্পকাজে গাঁজা ব্যবহার করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এখন থেকে পাকিস্তানের জনগণ চিকিৎসার জন্য গাঁজা ব্যবহার করতে পারবেন।
দেশটির কেন্দ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এক টুইটে পাকিস্তানের শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজা-সংশ্লিষ্ট পণ্যের ব্যবহার ও পাকিস্তান কিভাবে গাঁজা থেকে লাভবান হতে পারে তা তুলে ধরেছেন।
দেশটিতে প্রথমবারের মতো চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন গাঁজার লাইসেন্স প্রদানের বিষয়টি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।
এই অনুমোদনের পর এতদিন আটক করা গাঁজা না পুড়িয়ে ওষুধ তৈরিতে ব্যবহার করা হবে। মন্ত্রী ফাওয়াদ চৌধুরী অনুমোদনের বিষয়টি টুইটে নিশ্চিত করেছেন।
সরকারের এই সিদ্ধান্তে জনগণ আশাহত হলেও অনেকে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এ ধরনের সমস্যার বাস্তবভিত্তিক সমাধানের পথে পাকিস্তানের অগ্রসর হওয়ার প্রশংসা করেছেন অনেকে।
আনন্দবাজার/টি এস পি