সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ঘটনায় ৮ জনকে সাজা দিয়েছে সৌদির কৌঁসুলি। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি কৌঁসুলি ওই ৮ জনের সাজা ঘোষণা করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
সৌদি আরবের সরকারি কৌঁসুলি জানিয়েছে, খাশোগির হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে ৫ জনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং অপর ৩ আসামীকে ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে, সরকারি কৌঁসুলির বরাত দিয়ে সৌদির আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এই রায়ই চূড়ান্ত রায়। আর এটা বাস্তবায়ন করতে হবে।
আনন্দবাজার/এম.কে