ভারত-চীনের মধ্যে নতুন করে বাড়তে শুরু করেছে লাদাখ সীমান্ত নিয়ে সামরিক উত্তেজনা। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোতে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক চলার পরেও কোনো রফাসূত্র মেলেনি। বরং এরপর থেকে আরও বেড়েছে উত্তেজনা। একে অপরকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনাও বেড়েছে।
এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, ভারত ও চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। গত শুক্রবার রাশিয়ায় ওই বৈঠকের পর গত দুইদিন ধরে তার প্রমাণ মিলছে লাদাখ সীমান্তেও। লাদাখে অতিরিক্ত সেনা ও অস্ত্র-সরঞ্জাম মজুত করে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ভারত।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একদিকে যখন সীমান্তের ওপারে থাকা মলডোয় চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ক্যাম্পের সংখ্যা বাড়ছে অন্যদিকে তখন লালফৌজদের ওপর নজরদারি চালানোর জন্য লাদাখ সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের সংখ্যা।
জানা গেছে, মলডোয় ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে চীনা সেনারা। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই ভারতীয় সামরিক বাহিনী লেহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে। গতকাল রোববার সকাল থেকেই লাদাখের আকাশে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমানকে কয়েক ঘণ্টা অন্তর উড়তে দেখা যাচ্ছে।
এছাড়া লাদাখ সীমান্তে চীনা সেনাদের বিপরীতে যারা কর্তব্যরত রয়েছেন তাদের কাছে বিভিন্ন অস্ত্র-সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে জওয়ানদের লাদাখে পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানা গেছে। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু সেনা জওয়ানকে লাদাখ সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে।
আনন্দবাজার/টি এস পি