সূচকের উত্থানে শেষ হয়েছে সোমবারের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর লেনদেন। তবে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন লেনদেন শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও লেনদেনের শুরুতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। শুরুতে সূচকের বড় উত্থানের আভাস মেলে। তবে লেনদেনের প্রথম ঘণ্টা পার হতেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। এতে আটকে যায় সূচকের বড় উত্থান।
লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করছে।ৎ
এদিন লেনদেনে অংশ নেয়া ১৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮২টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
সারাদিনে বাজারে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৯ কোটি ৮৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৫৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে মোট ৩১ কোটি ২৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দাম বেড়েছে, ১২২টির দাম কমেছে এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস