ঢাকা | মঙ্গলবার
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর সদরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

গাজীপুরের সদর উপজেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাষকলাই বীজ,সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে সার,মাষকলাই ও সবজি বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অবশিষ্ট ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১২০ জনকে ৫ কেজি মাষকলাই বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি এমওপি সার, ডিএপি সার ১০ কেজি করে তাদের মাঝে বিতরণ করা হয়। আরো ৩০০ জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
এদিকে ২০২০-২১ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাষকলাই ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বীজ ও বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে একজন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি মাষকলাই বীজ, ৫ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে যেন এক (১) ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে সে লক্ষ্যে মাষকলাই বীজ, বিভিন্ন সবজি বীজ ও সার বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে কৃষকদের মাঝে মাষকলাই ও সবজি বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুব আলমসহ সদর উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সার,সবজি ও মাষকলাই বীজ বিতরণ অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক/সবুজ

সংবাদটি শেয়ার করুন