যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘বেহায়া’ মানুষ বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রী হাইকো মাশ। তিনি বলেন, তার কোনো বিবেচনাবোধ নেই। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়ে তিনি তার সমর্থকদের বলেছেন, তারা যেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুই বার ভোট দেন। এটা বেআইনি আহবান। একজন নাগরিকের দুই বার ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ সেটা করলে আইনের মাধ্যমে তার শাস্তি প্রাপ্য। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করার জন্য উসকানি দিয়েছেন।
তিনি আরও বলেন, আমেরিকার সঙ্গে আমাদের অবিশ্বাস্য রকম শক্তিশালী দ্বিপাক্ষিক বন্ধন রয়েছে। তারা আমাদের কাছের কৌশলগত অংশীদার। সেই দেশের প্রেসিডেন্ট যদি মনে করেন যে তাকে দ্বিতীয় বার ভোটে জেতার জন্য তার সমর্থকদের দুই বার ভোট দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে সেটা শোনা আমাদের জন্য বিব্রতকর। আমরা তার প্রতি ভীষণ বিরক্ত। আমাদের বিশ্বাস, মার্কিন জনগণ তাদের বিচারবুদ্ধি দিয়েই ঠিক করবে, কাকে ক্ষমতায় আনবেন।
সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন, তার সমর্থকরা যেন একটি মেইল-ইন ব্যালট ব্যবহার করে ভোট দেন। এবং পরবর্তীতে সশরীরে কেন্দ্রে গিয়ে যেন আরেকটি ভোট দেন।
আনন্দবাজার/টি এস পি