ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ভারত

গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সর্বোচ্চ ৯০ হাজার ৮০২ জন মহামারী করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। ফলে করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত।

আজ সোমবার ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন। ব্রাজিলকে টপকানোয় এখন শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের সামনে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, সেখানে আক্রান্ত ৬৪ লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, গত প্রায় এক মাস ধরে পুরো বিশ্বের মধ্যে ভারতে প্রতিদিন করোনা সংক্রমণ ছিল সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ হাজার ৬৪২ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছে ১ হাজার ১৬ জন।

এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫০ হাজার। এবং গত একদিনে সুস্থ হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন