ভিয়েতনামের কফি রপ্তানিতে দেখা দিয়েছে মন্দাভাব। মূলত করোনার আক্রমণে উৎপাদন কম হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশের বেশি কমেছে।
রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে কফি রপ্তানি বাবদ ভিয়েতনামিজ রপ্তানিকারকদের আয়ও আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ কমে এসেছে।
ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সারাবিশ্বে ভিয়েতনামের রোবাস্তা কফি উৎপাদন ও রপ্তানির জন্য খ্যাতি রয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১১ লাখ ৬০ হাজার টন বা ১ কোটি ৯৩ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম।
আনন্দবাজার/ইউএসএস