জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন হাইশেন। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ২ লাখেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার টাইফুনটির তীব্রতা বেড়ে এর প্রভাবে প্রচণ্ড ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত, উঁচু ঢেউ, জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। টাইফুনটি আগামীকাল দক্ষিণ কোরিয়া পৌঁছানোর আগে জাপানের পশ্চিমাঞ্চলীয় কিউশু অতিক্রম করবে বলে জানিয়েছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি।
এদিকে দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে আজ জাপানের মন্ত্রিসভা জরুরি বৈঠকেও বসছে। দেশটির আবহাওয়া দপ্তর ঝড়ের প্রভাবে রেকর্ড বৃষ্টি এবং উঁচু ঢেউয়ের আশঙ্কায় লোকজনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস ডিভিশনের পরিচালক ইয়োশিহিশা বলেছেন, পানির স্রোত বেড়ে নিচু জায়গাগুলো বন্যার পানিতে ভেসে যেতে পারে। বিশেষ করে নদীর চারপাশের এলাকাগুলো।
আনন্দবাজার/এম.কে