ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র রপ্তানি করবে ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, জাতিসংঘের দেয়া অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলেই ইরান অস্ত্র রপ্তানি শুরু করবে। 

ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডেতে সাক্ষাতকারে আমির হাতামি  বলেন, আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। তিনি বলেন, বিশ্বের যেসব দেশ অস্ত্র তৈরির দিক দিয়ে শক্তিশালী অবস্থানে আছে ইরান তার মধ্যে অন্যতম। আমাদের সামরিক চাহিদার শতকরা ৯০ ভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, ইরানে যে পরিমাণ অস্ত্র আমদানি করা হয়, তার চেয়ে নিশ্চিতভাবে বেশি আমরা রপ্তানি করতে সক্ষম। যখন আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তখন আমাদের মিত্রদের কাছে আমরা অস্ত্র রপ্তানি করা শুরু করবো।

২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা হয়েছিল। প্রস্তাবের একটি ধারায় বলা হয়, ইরান যদি পরিপূর্ণভাবে সমঝোতা বাস্তবায়ন করলে পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই হিসেবে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন