ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার (৬ সেপ্টেম্বর) প্রধান মূল্য সূচক বেড়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।

লেনদেনের শুরুতেই এদিন শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীতার আভাস পাওয়া যায়। লেনদেনের শুরুতেই দাম বাড়ে ডিএসইতে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

প্রথম দেড় ঘণ্টাতেই ডিএসইর প্রধান সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। সাড়ে ৪০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়ে যায়। কিন্তু এরপরই বেশ কিছু প্রতিষ্ঠানের দরপতন ঘটে। ফলে সূচকের বড় উত্থান আটকে যায়। সেই সঙ্গে কমে যায় লেনদেনের গতিও।

লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে এক হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেয়া ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৪১টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন বাজারে লেনদেন হয়েছে এক হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৩টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন