ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত থেকে ভারতীয় ৫ তরুণকে নিয়ে গেল চীনা বাহিনী!

বেশ কিছু দিন ধরেই ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি দুইদেশের সেনাদের মুখোমুখি সংঘর্ষে ভারতের ২০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আর তারপর থেকেই আরও সংঘাতের দিকে এগোতে থাকে পরিস্থিতি। উত্তেজনা প্রশমনে রাশিয়ায় বৈঠক করছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।

এই উত্তেজনার মধ্যেই ভারতের পূর্ব সীমান্তে অরুণাচলপ্রদেশ থেকে পাঁচ তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চীনা বাহিনীর বিরুদ্ধে। অপহৃতদের পরিবার এমনটিই দাবি করেছে।

এ প্রসঙ্গে কংগ্রেসের বিধায়ক নিনং এরিং জানান, আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরের কাছে জঙ্গলে শিকারে গিয়েছিলেন টাগিন জনজাতির ৭ তরুণ। সেখানে সেরা-৭ এলাকা থেকে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) বাহিনী পাঁচ তরুণকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে গেছে। তাদের সঙ্গে থাকা দুই যুবক কোনওভাবে পালিয়ে আসতে সক্ষম হয়। তারাই ফিরে এ খবর দেয় গ্রামবাসীদের।

পুলিশ সূত্র জানায়, চীনা বাহিনীর হাতে আটক হওয়া তরুণদের নাম টোচ সিংকাম, প্রসাদ রিংলিং, ডোংটু এবিয়া, টানু বাকের ও গারু দিরি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন