বাংলাদেশের জন্য বাণিজ্যে নতুন সম্ভাবনা হয়ে উঠেছে সিঙ্গাপুর। সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান। এই সম্ভাবনা কাজে লাগাতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করাসহ দ্রুত কার্যকর নীতি সহায়ক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ ও হংকংয়ের ওপর চীনের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হংকং তার অবস্থান হারাতে শুরু করেছে। হংকংয়ে থাকা বৈশ্বিক কম্পানিগুলো তাদের প্রধান কার্যালয় এখন সিঙ্গাপুরে সরিয়ে নিচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে দেশটির সঙ্গে সম্ভাবনার দ্বার খুলতে শুরু করেছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) সম্প্রতি বাংলাদেশে পোশাক ও ওষুধ খাতের তিন হাজার ৪০০ কোটি ডলারের বাজারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি, তথ্য-প্রযুক্তি, কৃষি এবং স্বাস্থ্য খাতেও তারা বিনিয়োগ করতে চায়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশে বিনিয়োগে সিঙ্গাপুরের আগ্রহ বাড়ছে। এই আগ্রহকে দ্রুত কাজে লাগাতে হবে। এ জন্য সময়মতো কর্মসূচি তৈরি করা এবং এর বাস্তবায়ন করা জরুরি। আর্থিক সেবা খাত, দেশের বন্দর এবং মেরিন লজিস্টিক, ওয়াটার ট্রান্সপোর্ট এবং আবাসন খাতে তাদের আগ্রহ রয়েছে। এ ছাড়া প্রযুক্তি খাতেও বড় বিনিয়োগের সম্ভাবনা আছে।
এ বিষয়ে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি অধ্যাপক এম এ রহিম বলেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীদের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধশিল্পের তিন হাজার ৪০০ কোটি ডলারের বাজারে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকেও (বিডা) সম্প্রতি এসব খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে এসবিএফ।
এদিকে বিনিয়োগের খরা কাটাতে সিঙ্গাপুরকে দ্বিপক্ষীয় বাণিজ্যে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে অর্থনৈতিক বিশ্লেষকরা জানান, সম্প্রতি হংকংয়ের ওপর চীনের নিয়ন্ত্রণমূলক খবরদারির কারণে সিঙ্গাপুর বিশ্বের বাণিজ্য এবং বিনিয়োগের কেন্দ্রস্থল হতে চলছে। ফলে ইউরোপ বা আমেরিকায় না গিয়ে দেশের উদ্যোক্তারা সিঙ্গাপুরে সহজে নিজেদের ব্র্যান্ডিং করতে পারেন। কেননা সিঙ্গাপুরের সঙ্গে ব্যবসা যত বাড়বে; বাংলাদেশ সম্পর্কে তত বেশি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে বিশ্বে। এতে জাপান, চীন, আমেরিকা এবং ইউরোপ থেকেও বিনিয়োগ আসবে বাংলাদেশে।
এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ বলেন, সম্প্রতি বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ছে। একই সঙ্গে দেশটির সঙ্গে বিপুল বাণিজ্যের সম্ভাবনাও তৈরি হয়েছে। এগুলোকে দ্রুত কার্যকরভাবে কাজে লাগাতে হবে। অন্যথায় এসব সুযোগ হারালে ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশ কাজে লাগাবে।
আনন্দবাজার/ডব্লিউ এস