রাখাইন রাজ্যের কিউকতাও এলাকার একটি গ্রাম গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে আগুনে পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। একই সঙ্গে স্থানীয় দুজনকে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। ভুক্তভোগীদের স্বজনদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাওয়াদ্দি।
ভুক্তভোগী কো মং নিন্ত উইনের বাবা ইউ নিও মাং হ্লা বলেছেন, আমার ছেলে মোটরসাইকেলে করে কাজ থেকে ফিরছিল। এ সময় কিউকতাওয়ে সেনা সদস্যদের মুখোমুখি হয় সে। সেনারা তাকে পথ দেখাতে বলে। এরপর গ্রামের কাছে একটি বিস্ফোরণ হলে হামলা চালায় সেনারা।
তিনি বলেন, গ্রামের প্রায় ৪০০ ঘরের মধ্যে ২০০টিরও বেশি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। যদিও আমরা এর তালিকাও করতে পারব না। ইতোমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছেন। কিছু ঘর পোড়েনি, কারণ গ্রামের লোকজন ফিরে এসে আগুন নিভিয়ে ফেলেছিলেন।
এদিকে বরাবরের মতো এবারও ইচ্ছাকৃত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার মাধ্যমে সেনাদের ওপর আরাকান আর্মির সদস্যরা হামলা চালিয়েছিল। এতে দুই জন পুলিশ সদস্য আহত হয়েছে।
আনন্দবাজার/এম.কে