বিশ্বব্যাংকের সাবেক প্রধান রবার্ট জোয়েলিক আশঙ্কা করছেন, শতবছর আগের অবস্থায় ফিরতে পারে বিশ্ব অর্থনীতি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’কে দেয় এক সাক্ষাতকারে এমন কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান।
সম্প্রাতিক সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যিক দ্বন্দ্ব বিশ্বের অর্থনীতিতে এরই মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। করোনাভাইরাসের মহামারির কারণে তৈরি আর্থিক সংকট যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। এরপর আবার চীন-ভারতের সীমান্ত দ্বন্দ্ব নিয়ে অস্থির দুই দেশের বাণিজ্য।
বিশ্বের শীর্ষ, দ্বিতীয় ও পঞ্চম অর্থনীতির দেশের চলমান দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা দিনদিন বাড়িয়ে তুলছে। এমনও হতে পারে যে, এই সংকট কাটিয়ে উঠতে না পারলে বিশ্ব অর্থনীতি ১০০ বছর পূর্বে যে অবস্থায় ছিল, সে অবস্থায় ফিরে যেতে পারে।
বিবিসি’কে রবার্ট জোয়েলিক জানান, যদি একসঙ্গে কাজ করে, তাহলে মন্দা থেকে সংকট উত্তরণ করে বিশ্ব অর্থনীতিকে রক্ষা করা সম্ভব হতে পারে। আর তা না হলে ১৯০০ সালের অবস্থায় ফিরতে পারে বিশ্ব অর্থনীতি।
তিনি বলেন, দেশগুলো যদি বিশ্বায়নের কথা না ভেবে শুধু মাত্র নিজের দেশের উন্নয়নের কথা ভাবে। তাহলে সংকট আরও প্রকট হবে।
আনন্দবাজার/এম.কে