দেশের ‘সেরা লাক্সারি’ হোটেলের স্বীকৃতি পেয়েছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল। ২০২০-২১ সালের দি এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ডের মাধ্যমে এই স্বীকৃতি পেল হোটেলটি।
২০১৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করা রেনেসন্স ঢাকা গুলশান হোটেল প্রথম কোনো বাংলাদেশি হোটেল হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিটি পেল।
ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়ার উদ্যোগে দি এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরা হোটেল নির্বাচনে এবার ৮০ জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত প্যানেল বিচারকের দায়িত্ব পালন করেন। বিশ্বজুড়ে ছয়টি অঞ্চল ও ১৭টি বিভাগে হসপিটালিটি শিল্পে পুরস্কার প্রদান করেছে ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়া। এটি বিশ্বজুড়ে হোটেল আঙিনায় গ্রহণযোগ্য।
হোটেলটি পরিচালনা করছে প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ও ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল।
আনন্দবাজার/ডব্লিউ এস




