ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পে কর্মদক্ষতা বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

কাজাখস্তানের লেক বালখাসের কাছাকাছি অবস্থিত বিখ্যাত স্বর্ণ উৎপাদক আলতিনালমাস। এ স্বর্ণ খনিটিতে ব্যযবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। স্বর্ণ আকরিকের কারখানা ওভারলোড হওয়ার ঝুঁকিতে রয়েছে কিনা, তা এআই প্রযুক্তির সাহায্যে সহজেই পূর্বানুমান করা যাচ্ছে।

আলতিনালমাসকে এ কাজে সহযোগিতা করছে ব্রিটিশ টেক স্টার্টআপ ইন্টেলিজেন্স ডটআইও। তাদের তৈরি সফটওয়্যার আকরিক কারখানায় স্থাপিত সেন্সরের তথ্য বিশ্লেষণ করে গ্রাউন্ডিং প্রক্রিয়ার একটি মডেল তৈরি করে। এ মডেলের সাহায্যে কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি থাকলে তার সম্পর্কে আগে থেকেই তথ্য পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, কেবল সীমিত আকরিক থেকে সর্বোচ্চ ধাতু আহরণ নিশ্চিত করাই নয়, বরং ড্রিলিং, ওয়াটার পাম্পিংসহ অন্যান্য মাইনিং প্রক্রিয়াতেও এআই সফটওয়্যার কাজে আসতে পারে। এমনকি মাইন অল্টারেশনের ক্ষেত্রেও ঝুঁকিমুক্ত উপায়ে অল্টারনেটিভ সিনারিও পরীক্ষায় সহায়ক হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন