ফিলিস্তিনিদের হয়ে ওকালতির কর্তৃত্ব কাউকে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, এখন থেকে ফিলিস্তিনিরা নিজেরাই নিজেদের কথা বলবেন। বছরের শুরু থেকেই তাদের উপর অনৈতিকভাবে অনেক কিছু চাপিয়ে দেয়া হয়েছে অভিযোগ তুলেন প্রেসিডেন্ট আব্বাস।
বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে অধিকৃত পশ্চিমতীরের ইসরাইলের অবৈধ আধিপত্য বিস্তার রোধ নিয়ে আলোচনায় এমন বিষয় তুলেন ধরেন তিনি। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক মহলে দায়িত্বশীলতার পরিচয় কোন দেশই দিচ্ছে না। সেজন্য অধিকার প্রতিষ্ঠায় নিজেরাই নিজেদের পক্ষে কথা বলবে।
প্রেসিডেন্ট আব্বাস জানান, আরব দেশগুলো ফিলিস্তিনের জন্য যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলো সেগুলো মেনে চলেনি।
এসময় ইসরাইলের সঙ্গে আমিরাতের চুক্তির বিষয়ে আবারও নিন্দা জানিয়েছেন তিনি। দোহা এবং তেল আবিবের সম্পর্কে স্বাভাবিকের চুক্তিও প্রত্যাখান করেন ফিলিস্তিন প্রেসিডেন্ট।
আনন্দবাজার/ইউএসএস