বাংলাদেশসহ ২৫ টি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের জন্য সাতটি শর্ত পূরণ করতে হবে। আর এসব শর্ত পূরণ সাপেক্ষে দেশটিতে ঢোকার অনুমতি দেওয়া হবে। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় হয়েছে।
তবে কবে থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে তা নির্দিষ্ট করে এখনও বলা হয়নি। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
এসব শর্তের মধ্যে রয়েছে:
১. সৌদিতে ভ্রমণ করার জন্য দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে। এরপর ফেরার সময় এটি এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
২. ভ্রমণের অন্তত সাত দিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে।
৩. সৌদি আরবের টাটামন ও তাওয়াক্বালনা অ্যাপস মোবাইলে ডাউনলোড করে তাতে নিবন্ধন করে রাখতে হবে।
৪. অবশ্যই সৌদিতে প্রবেশের ৮ ঘণ্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান যুক্ত করতে হবে।
৫. কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে।
৬. টাটামন অ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্য পরিস্থিতি জানাতে হবে।
৭. কোয়ারেন্টিন থাকাকালীন অবস্থায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আনন্দবাজার/এম.কে