ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন দেশের সঙ্গে ফ্লাইট চালু করবে রাশিয়া

কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে দীর্ঘ্যদিন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিলো রাশিয়া। তবে পুনরায় তিনটি দেশে আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে রুশ সরকার। সংযুক্ত আরব আমিরাত, মিশর ও মালদ্বীপের সঙ্গে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করেছে দেশটি। আগামী কয়েক দিনের মধেই ফ্লাইট চালু করা হবে।

নির্দেশনায় বলা হয়, ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কায়রোতে প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও দুবাই ও মালদ্বীপে প্রতি সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করা যাবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন